Home সংবাদসিটি টকস কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রকে নিশানা অভিষেকের

কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রকে নিশানা অভিষেকের

সোমবার থেকে শুরু হয়েছে বিজেপির (BJP) প্রশিক্ষণ শিবির। রাজারহাটের বিলাসবহুল রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। এরই মধ্যে গরু কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রকে নিশানা অভিষেকের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার থেকে শুরু হয়েছে বিজেপির (BJP) প্রশিক্ষণ শিবির। রাজারহাটের বিলাসবহুল রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। এরই মধ্যে গরু কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রকে নিশানা অভিষেকের।

গরু ও কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি নানা বিষয় নিয়ে শাসকদল কে কোণঠাসা করেছে BJP । এই পরিস্থিতিতে বিরোধীরা যখন আক্রমণাত্মক, তখন পাল্টা আক্রমণের পথে হেঁটে এবার সরাসরি অমিত শাহ’কে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিজেপি অভিযোগ করে, তৃণমূল ও রাজ্য পুলিশের একাংশের যোগসাজোশেই অবাধে গরু ও কয়লা পাচার হয়েছে এবং কোটি কোটি টাকা প্রভাবশালীদের ঘরে ঢুকেছে ! পাল্টা তৃণমূলের বক্তব্য কয়লা খনিগুলি কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের অধীনস্থ।

অভিষেক বললেন, ‘‘বিএসএফের নাকের তলা দিয়ে গরু পাচার হয়, কয়লা পাচার হয়। আর ওরা তৃণমূলের দিকে আঙুল তোলে! কোলিয়ারির নিরাপত্তা দায়িত্বে কে রয়েছে? সিআইএসএফ। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে কে রয়েছে? বিএসএফ। তা হলে কীভাবে গরু পাচার হয়? কীভাবে কয়লা পাচার হয়? তা হলে পাচারের টাকা কি দিল্লি গিয়ে পৌঁছচ্ছে? এর অপদার্থতা কার? কেন্দ্রীয় সরকারের। এটা কয়লা বা গরু কেলেঙ্কারি নয়, এর নাম স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। কারণ, এর টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছচ্ছে।”

Topics

Abhishek Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment