কলকাতা টুডে ব্যুরো: তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোড থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের আয়ের উৎস নিয়ে স্পষ্ট তথ্য তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ইস্যুতে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। সিবিআই–ইডির হাতে ধৃত দলীয় নেতাদের নিয়ে সরব হলেন তিনি।
সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP Foundation Day) মহা সমাবেশ থেকে কেন্দ্রীয় এজেন্সি ও বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মেয়ো রোডের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমরাও কিন্তু লিস্ট করে রাখছি। কারা তৃণমূলকে বদনাম করছেন। পার্থ যদি চোর হয় আইন নিশ্চই বিচার করবে। কিন্তু CBI তো ইচ্চা করেই প্রত্যেককে চোর বানাতে চাইছে।পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি র সঙ্গে পার্থর যোগাযোগ থাকলে তার ব্যবস্থা হবে কিন্তু কেষ্টর বিরুদ্ধে এখনও চক্রান্ত চলছে কেষ্টর মতো সাহায্যকারী ছেলে খুব কম আছে। তাহলে তো আমিও চোর, ববিও চোর, অভিষেকও চোর, সবাই চোর আর সাধু কে? বিজেপি?”
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata