Home রাজনৈতিক মাননীয়ার ভাইপো স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না করিয়ে চোখ দেখাতে দুবাই ছুটেছেন ,’ আক্রমণ Subhendu- র

মাননীয়ার ভাইপো স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না করিয়ে চোখ দেখাতে দুবাই ছুটেছেন ,’ আক্রমণ Subhendu- র

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সিপিএম আর কংগ্রেসকে সরিয়ে মানুষ বিজেপিকেই বিশ্বাসযোগ্য প্রধান বিরোধী দল হিসাবে স্বীকৃতি দিয়েছে । শনিবার বিজেপির সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনাও করেন।

শুভেন্দু বলেন, “2021 সালে এই রাজ্যে বিজেপির 77 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন । 2016 সালে আমরা 10 শতাংশ ভোট পেয়েছিলাম । একুশে মানুষ আমাদের 38.13 শতাংশ ভোট দিয়েছেন ।এই বাংলায় জাতীয় মানবাধিকার কমিশন এসে বলল, এখানে আইনের শাসন চলে না । শুধু শাসকের আইন চলে । আজ সিবিআই 55টির বেশি এফআইআর করেছে এই রাজ্যে । সংবাদমাধ্যমে প্রতিদিন কখনও উদয়ন গুহ, কখনও শওকত মোল্লা, কখনও অনুব্রত মণ্ডল, কখনও বা রানা সিংহ রায়ের নাম উঠে আসছে । এদের প্রত্যেকের বিরুদ্ধেই নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে ।’’

তিনি বলেন,”আমরা বাংলার ভয় কাটাতে চাই । এখানে বিজেপি করলে কাউকে গাঁজা, কাউকে জাল নোট, কাউকে বা অস্ত্র গুঁজে মামলা দেওয়া হচ্ছে । বিজেপির মিছিলে গেলে অন্তোদ্যয়, অন্নপূর্ণার কার্ড কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে । প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে দেওয়ার ভয় দেখানো হচ্ছে । জবকার্ড থাকার পরেও 100 দিনের কাজ দেওয়া হবে না বলা হচ্ছে । একদিকে পুলিশ, অন্যদিকে লুট করে দখল করা পঞ্চায়েতের মাধ্যমে এই ভয় দেখানো হচ্ছে “।

অভিষেকের চিকিৎসা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘মাননীয়ার ভাইপো স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না করিয়ে চোখ দেখাতে দুবাই ছুটেছেন ।এই রাজ্যে চাকরি বিক্রি হয়েছে । এই জেলাতেও চাকরি বিক্রি করেছে । এই জেলার তৃণমূলের সভাপতি আইসিডিএসে চাকরি দেবে বলে তুলছেন । আমি ওদের ঘরে ছিলাম । সব জানি । টাকা নিয়ে চাকরি দিতে না পেরে এখনও অনেকে তৃণমূলকে আঁকড়ে বেঁচে রয়েছেন । তাই চোর ধরতে হবে, জেল ভরতে হবে ।”

Related Articles

Leave a Comment