Home রাজনৈতিক শোভনদেবের প্রশংসা করে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন তথাগত রায়

শোভনদেবের প্রশংসা করে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন তথাগত রায়

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা শিক্ষিত বেকার হয়ে গেল। এই মন্তব্য করে রাজ্য সরকার এবং নিজের দলকে অস্বস্তিতে ফেলেছেন বর্ষীয়ান বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।রবিবাসরীয় সকালে শোভনদেবের প্রশংসা করে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন তথাগত রায়।

এদিন টুইট করে তথাগত রায় বলেন,’তৃণমূল কংগ্রেসের মধ্যে ইন শোভন দেব চট্টোপাধ্যায় মত সৎ নেতা খুব কম আছে।’ মাধ্যমিকে ৮৬ শতাংশ পাশ দেখে তাঁর মন্তব্য, এরা এখন শিক্ষিত বেকারের দলে নাম লেখাল। বেকারত্বের ছায়া পশ্চিমবঙ্গে সত্যিই ভয়াবহ।’‌

 

 

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এই যে ১২ লক্ষ ছেলে ময়ে (মাধ্যমিক) পরীক্ষা দিয়েছে। তার মধ্যে ৮৬ শতাংশ পাশ করেছে। এরা কিন্তু শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল। এখন গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করে আর চাকরি পাওয়া যায় না। রোজ আমি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি তখন ১০ জনের মধ্যে অন্তত ৫ জন আমাকে চাকরি দেওয়ার অনুরোধ করেন। কোনও কোনও সংখ্যাটা তার থেকে বেশিও হয়। কী পাশ করলে মানুষ চাকরি পাবেন সেটা জানা দরকার।’

Related Articles

Leave a Comment