Home সংবাদসিটি টকস হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন মাধবী 

হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন মাধবী 

by Soumadeep Bagchi

ছ’দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ায় গত সপ্তাহে তাঁকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ছাড়াও রক্তাল্পতায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।

 

গত ২৯ এপ্রিল ডায়াবেটিস এবং অ্যানিমায়ার সমস্যা নিয়ে তিনি ভর্তি হন।হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত সুস্থ রয়েছেন অভিনেত্রী। তিনি নিজেও সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন। তবে বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যা রয়েছে অভিনেত্রীর। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকবেন তিনি।

 

 

শুক্রবার হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হলে আলিপুরে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।হাসপাতালে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।গত সপ্তাহে রক্তালপতার জন্য শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে আয়রণ ইনজেকশনের দেওয়া হচ্ছিল রক্তাল্পতা স্বাভাবিক করার জন্য। তবে সুগার লেবেল আয়ত্তে এলেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

 

আরো পড়ুন : ’রাজ্য সরকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলছে,’ আক্রমণ দিলীপ ঘোষের

 

চিকিৎসকেরা জানিয়েছিলেন, রিপোর্টে চিন্তার কোনও কারণ নেই। তবে তার ক্রনিক অ্যানিমিয়া চিকিৎসকদের চিন্তায় ফেলেছে। ঠিক কি কারণে তার এত রক্তাল্পতা তা বোঝার জন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।সেই রিপোর্ট ভালই আসে।ডাক্তার বিশ্বজিৎ ঘোষ দস্তিদার এর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

Related Articles