কলকাতা টুডে ব্যুরো:বাংলায় কেবল দু’টি ভোট হয়, এক বিধানসভা আরেকটি লোকসভা নির্বাচন। এই দুটি ইলেকশন বাদে বাকি সবই এখানে সিলেকশন হয়। এখন তৃণমূলকে দেখাতে হবে ওদের পাশে জনগণ রয়েছে। তাই সব ভোটেই এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজ্যে উপনির্বাচনে উত্তেজনা প্রসঙ্গে এই বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
রবিবার ২১ অগাস্ট অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের দুটি ওয়ার্ডের উপনির্বাচন৷ বনগাঁর ১৪ নম্বর এবং আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডে সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ৷ মাত্র দু’টি ওয়ার্ডের উপনির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির তেমন মাতামাতি করার কথা নয়৷ কিন্তু হল উল্টোটা। পার্থ ও অনুব্রতকাণ্ডের প্রেক্ষিতে নিয়মরক্ষার ভোটেও ছড়াল উত্তেজনা।
উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। আর এখানেই তৃণমূলের বিরুদ্ধে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে নিগ্রহের অভিযোগ এনেছে বিজেপি। বিধায়কের নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ।
Topics
Adhir Choudhury Congress CPM BJP TMC Administration Kolkata