কলকাতা টুডে ব্যুরো:মাধ্যমিকের ফল প্রকাশের পরের দিনই প্রকাশিত হল একাদশে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। ৩৫ শতাংশ নম্বর পেলেই করা যাবে বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদন। স্কুলে স্কুলে ২৭৫ থেকে আসন সংখ্যা বেড়ে হচ্ছে ৪০০।
শনিবার মোট দু’টি বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধঝ্যনিক শিক্ষা সংসদ। তার মধ্যে একটিতে স্কুলে পড়ুয়াদের আসন বাড়ানোর কথা জানানো হয়। শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, এ বছর মাধ্যমিকে ৮৬.৬০ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। সংখ্যাটা প্রায় সাড়ে ন’লক্ষের কাছাকাছি। এত সংখ্যক ছাত্রছাত্রী যাতে ভর্তি হতে পারেন, তার জন্যই এমন নির্দেশিকা।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বিজ্ঞান শাখার বিষয় নিয়ে মাপকাঠি কমিয়ে এনেছে শিক্ষা সংসদ। সেই অনুযায়ী, উচ্চমাধ্যমির স্তরে গণিত, জীববিদ্যা, রাশিবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স-সহ বিজ্ঞান শাখার যে কোনও বিষয় নিয়ে পড়তে গেলে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর থাকলেই হল।