Home সর্বশেষ সংবাদ হাওড়ার পর এবার বেলডাঙ্গায়ও বন্ধ হল ইন্টারনেট পরিষেবা

হাওড়ার পর এবার বেলডাঙ্গায়ও বন্ধ হল ইন্টারনেট পরিষেবা

by Soumadeep Bagchi

হাওড়ার পর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বন্ধ হল ইন্টারনেট পরিষেবা । সাবিক পরিস্থিতির উপর নজর রেখে তিনটি থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল। এই তিনটি স্থান হল বেলডাঙ্গা, রেজিনগর, ও শক্তিপুর এই তিনটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। আজকের নবান্নের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে , মুক্ষ্যসচিব,ও স্বরাষ্ট্র সচিব সাথে আলাপ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

নুপুর শর্মার পয়গম্বর মহম্মদকে নিয়ে মন্তব্যে সারা দেশ আজ ফুসছে চারিদিকে শুরু হয়েছে বিজেপি বিদ্বেষী বিক্ষোভ। এই বিক্ষোভের আগুন ধিরে ধিরে ছড়িয়ে পরছে সারা বাংলায় । এই বিক্ষোভ রুখতে রাজ্য প্রশাসনের এই পদক্ষেপ । 

আরও পড়ুনঃ হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত মজুমদার

তবে এই ইন্টারনেট পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ্য করেছে প্রশাসন। এর ছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে শুক্রবারের হাওড়ার ঘটনার পর হাওড়ার সিপিকেও বদলে দিয়েছে রাজ্য প্রশাসন। 

Related Articles

Leave a Comment