Home বিনোদন পল্লবীর পর আত্মঘাতী টলিউডের মডেল বিদিশা দে মজুমদার

পল্লবীর পর আত্মঘাতী টলিউডের মডেল বিদিশা দে মজুমদার

মাত্র দশ দিন পরে আবারও ঝুলন্ত অবস্থায় মিলল টলিউডের এক জনপ্রিয় মডেলের দেহ

by Kolkata Today
Bidisha Mazumdar

মাত্র দশ দিন পরে আবারও ঝুলন্ত অবস্থায় মিলল টলিউডের এক জনপ্রিয় মডেলের দেহ। টেলি অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুরহস্য ফিকে না হতে হতেই কলকাতার আরেক উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার হলো নাগেরবাজারের ফ্ল্যাট থেকে। বিদিশা দে মজুমদার নামের এই মডেল একটি ছবিতেও অভিনয় করেছিলেন। 

 

 

পল্লবী দের মৃত্যুর খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ছবি পোস্ট করে বিদিশা লিখেছিলেন এই ঘটনা তিনি মেনে নিতে পারছেন না। কিছুদিন বাদেই নিজেই এমন ঘটনা কেন ঘটালেন বিদিশা? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁর সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় মাত্র ১৯ ঘণ্টা আগেও পোস্ট করেছেন। 

 

 

 

আরও পড়ুনঃ শহরে পরিবেশবান্ধব বাসের সুচনা করলেন Firhad Hakim

 

আত্মঘাতী হলেও ঠিক পল্লবীর মতোই বিদিশার পরিবার অভিযোগ এনেছে তার বয়ফ্রেন্ড অনুভব বেড়ার বিরুদ্ধে। সম্পর্কের অবনতি হয়েছিল বিদিশা-অনুভবের। বিদিশার অভিযোগ ছিল, অনুভব অন্য অনেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। বিদিশার মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট মিলেছে, যাতে লেখা- ওকে ছাড়া বাঁচতে পারবো না। বিদিশার পরিবার অভিযোগ এনেছে যে অনুভব বিদিশাকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে দিয়েছে। আজ বিদিশার দেহের ময়না তদন্ত হবে।  

Related Articles

Leave a Comment