Home সর্বশেষ সংবাদ অগ্নি-৪ এর সফল পরীক্ষা করল ভারত

অগ্নি-৪ এর সফল পরীক্ষা করল ভারত

by Soumadeep Bagchi

অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সেরে ফেলল ভারত। সোমবার ওড়িয়া উপকূল থেকে ওই ক্ষেপণাস্ত্রটির সফর পরীক্ষা করা হয়। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০০০ কিলোমিটার। ফলে অগ্নি-৪ এর আওতায় চলে এল অধিকাংশ প্রতিবেশী দেশ।

 

অগ্নি-৪ এর সফল পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে এটি একটি রুটিন পরীক্ষা। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এটির উত্ক্ষেপণ করা হয়। সেই পরীক্ষা সফল হয়েছে।

 

 

আরো পড়ুন :ভবানীপুরে জোড়া খুন

উল্লেখ্য, গত বছরই পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ভারত। সেটির পাল্লা ছিল ১০০০-২০০০ কিলোমিটার। আজ যেটির পরীক্ষা করা হল সেটি অগ্নি সিরিজের চতুর্থ ক্ষেপণাস্ত্র।

Related Articles

Leave a Comment