Home সংবাদসিটি টকস ‘কৃষকরা কোনওরকম সুযোগ সুবিধা পাচ্ছে না’, কিষান মোর্চার বিক্ষোভ সভা থেকে অভিযোগ অগ্নিমিত্রার

‘কৃষকরা কোনওরকম সুযোগ সুবিধা পাচ্ছে না’, কিষান মোর্চার বিক্ষোভ সভা থেকে অভিযোগ অগ্নিমিত্রার

সোমবার কিষান মোর্চার বিক্ষোভ সভাতে উপস্থিত ছিলেন অগ্নিমিত্র পাল। বেহালার ১৪ নম্বরে বিজেপি থেকে এই বিক্ষোভ সমাবেশ করা হয়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার কিষান মোর্চার বিক্ষোভ সভাতে উপস্থিত ছিলেন অগ্নিমিত্র পাল। বেহালার ১৪ নম্বরে বিজেপি থেকে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। সেখানে অগ্নিমিত্রা অভিযোগ করেন কৃষকরা কোনওরকম সুযোগ সুবিধা পাচ্ছে না। তাই কৃষকরা চাষ ছেড়ে অন্য কাজ শিখছে। তিনি বললেন, যারা আমাদের পশ্চিমবঙ্গের কৃষক তারা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে যখন কেন্দ্র রিপোর্ট পাঠিয়েছে সেখানে জিরো লেখা রয়েছে তারপরে আরটিআই করবার পরে দেখা যাচ্ছে মমতা সরকার বলছে মেদিনীপুরে ১২১ জন কৃষক আত্মহত্যা করেছে। একটা কৃষক দেয়ালে পিঠ থেকে গেলে আত্মহত্যা করে এখানকার কৃষকরা কোন রকম সুবিধা পাচ্ছে না সেচের জল পাচ্ছে না ইলেকট্রিসিটি চার্জ দিতে হচ্ছে তারা কোন লোন পাচ্ছে না তাই রাজ্যের কৃষকরা অন্য রাজ্যে গিয়ে সোনার কাজ শিখছে।

কৃষক অবহেলার পাশাপাশি সোমবার অগ্নিমিতার গলায় উঠে আসে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ। নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি বলেন, নয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে CBI-এর অফিসারদের বদলি করতে হবে এই নিয়ে বললেন অভিজিৎ গাঙ্গুলিকে ভগবান হিসেবে মনে করি। তিনি বলেছেন আমার জীবদ্দশায় আসল চোরকে কি ধরতে পারবে সিবিআই সেই নিয়ে ভৎসনা প্রয়োজন পড়লে ভৎসনা করুক। প্রয়োজন পড়লে তদন্তকারী অফিসারদের চেঞ্জ করা হোক। আমি চাই যারা কালপিট তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা হোক।

Related Articles

Leave a Comment