লোকসভা নির্বাচনের আজ শেষদিন
লোকসভার আজ শেষদিন। সাধারণ নির্বাচনের আগে শেষবারের মতো বসতে চলেছে সদন। এই সুযোগকে ধরে রেখেই গেরুয়া শিবির এবার । অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা নিয়ে আজ শনিবার লোকসভায় স্বল্পমেয়াদি আলোচনার প্রস্তাব আনতে চলেছে শাসক শিবির। এখন এটাই দেখার বিরোধী দলগুলো এই আলোচনায় অংশ নেবে কি না? নিলেও তাদের অবস্থান ঠিক কোথায় হবে ?
জানা গিয়েছে, সংসদের নিম্নকক্ষে আজ রামমন্দির প্রতিষ্ঠা নিয়ে আলোচনার প্রস্তাব পেশ করবেন সাংসদ সত্যপাল সিং ও ড. শ্রীকান্ত একনাথ শিন্ডে। এখন দেখার বিরোধী দলগুলো কী অবস্থান নেয়, আলোচনায় যোগ দিলে সে ক্ষেত্রে রামমন্দির নির্মাণকে স্বাগত জানানো ছাড়া উপায় থাকবে না তাদের কাছে। যা ঘুরিয়ে দলের কৃতিত্ব বলে প্রচারের সুযোগ পাবেন বিজেপি নেতৃত্ব। রামমন্দিরের বিরোধিতা করলেও তা প্রতিপন্ন হবে হিন্দু-বিরোধী অবস্থান তথা তোষণের রাজনীতি হিসাবে।
উল্লেখ্য পূর্বনির্ধারিত সূচি মোতাবেক শুক্রবারই ছিল বাজেট অধিবেশনের শেষ দিন। কিন্তু বৃহস্পতিবার অধিবেশন আর একদিনের অপেক্ষা তা বৃদ্ধি করার প্রস্তাব আনে সরকার পক্ষ। যাতে আর্থিক শ্বেতপত্র নিয়ে শনিবার সংসদে আলোচনা করার কথা বলা হয়েছিল। কিন্তু গতকালই লোকসভায় সেই আর্থিক শ্বেতপত্র নিয়ে আলোচনা শেষ হয়ে যায়। ফলে স্বভাবতই শনিবার কী নিয়ে আলোচনা হবে, সেদিকে নজর ছিল।