Home সংবাদসিটি টকস Bihar political crisis: বিহারে রাজনৈতিক ডামাডোল, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন Nitish Kumar

Bihar political crisis: বিহারে রাজনৈতিক ডামাডোল, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন Nitish Kumar

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতীশ কুমার Nitish Kumar। মঙ্গলবার দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসবে জেডিইউ।

বিকেল ৪টেয় বিহারের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন তিনি।

দলীয় বৈঠকের পরে জেডিইউ সাংসদ এবং বিধায়করা জানিয়ে দেন, নীতীশ যাই সিদ্ধান্ত নিন, দলের সমর্থন রয়েছে তাঁর পাশে। তখনই স্পষ্ট হয়ে যায়, এনডিএ জোট থেকে নীতীশের বেরিয়ে আসা স্রেফ সময়ের ব্যাপার।

Topics

Bihar CM  Nitish Kumar BJP JDU BJP RJD Congress Administration Kolkata

Related Articles

Leave a Comment