Home সংবাদসিটি টকস অভিনেত্রীর প্রয়াণে শোকপ্রকাশ মমতা -শুভেন্দুর

অভিনেত্রীর প্রয়াণে শোকপ্রকাশ মমতা -শুভেন্দুর

কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল ঐন্দ্রিলা শর্মার শেষকৃত্য। পঞ্চভূতে বিলীন হলেন অভিনেত্রী। শেষ যাত্রায় পরিবার, প্রেমিক সব্যসাচী চৌধুরী-সহ ছিলেন অভিনয় জগতের বন্ধু-বান্ধব, অনুরাগীরা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল ঐন্দ্রিলা শর্মার শেষকৃত্য। পঞ্চভূতে বিলীন হলেন অভিনেত্রী। শেষ যাত্রায় পরিবার, প্রেমিক সব্যসাচী চৌধুরী-সহ ছিলেন অভিনয় জগতের বন্ধু-বান্ধব, অনুরাগীরা। চোখের জলে ঐন্দ্রিলাকে শেষ বিদায় জানালেন সকলে।

অভিনেত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও ঐন্দ্রিলাকে ‘ফাইটার’ বলেছেন। শোকবার্তায় কুর্নিশ জানিয়ে লিখেছেন, ‘প্রতিশ্রুতিময়ী তরুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।’ মমতা আরও লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এ বছর ‘অসাধারণ প্রত্যাবর্তন’ বিভাগে টেলিসম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছে।’ আরও লিখলেন, ‘ঐন্দ্রিলা মারণরোগের বিরুদ্ধে যে ভাবে লড়াই করেছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে’।

ঐন্দ্রিলার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলনেতা Suvendu Adhikari। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মাত্র ২৪ বছরে অভিনেত্রীর চলে যাওয়াতে গভীরভাবে শোকস্তব্ধ। শিল্প ও শিল্পীর মৃত্যু ঘটে না। আমাদের মধ্যে সারা জীবন তিনি থেকে যাবেন। তাঁর লড়াই সকলে সারা জীবন মনে রাখবেন। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই।’

Related Articles

Leave a Comment