কলকাতা টুডে ব্যুরো: বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পাঁচ থেকে সাত জেলাতে। রবিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। আগামী সপ্তাহে তৈরি হতে পারে নিম্নচাপ।
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে : আবহাওয়া দপ্তর pic.twitter.com/2n1CyxieyI
— Kolkatatoday (@KolkatatodayCom) September 15, 2022
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশের উপরে যে নিম্নচাপ রয়েছে সেখান থেকে ডালটনগঞ্জ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আগামী পাঁচ দিন ও উত্তরবঙ্গে ভারি কোন বৃষ্টির সম্ভাবনা নেই ।বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে শুধুমাত্র উত্তরবঙ্গে দুই দিনাজপুর ও কোচবিহারে। প্রথম দুদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমানে একটু বেশি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ এবং সর্বনিম্ন ২৭ এর আশেপাশে থাকবে।
Topics
Alipore Weather Office Rainfall Temperature Administration Kolkata