Home সংবাদসিটি টকস ‘ছুঁয়ো না ছুঁয়ো না মুঝে’ গানে গেয়ে শুভেন্দুকে কুণালের

‘ছুঁয়ো না ছুঁয়ো না মুঝে’ গানে গেয়ে শুভেন্দুকে কুণালের

“ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল। একজন মহিলা পুলিশ কর্মী হয়ে আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেব না।” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে বিগত কয়েকদিন ধরে জোরদার চাপানউতর চলছে রাজনৈতিক মহলে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: “ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল। একজন মহিলা পুলিশ কর্মী হয়ে আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেব না।” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে বিগত কয়েকদিন ধরে জোরদার চাপানউতর চলছে রাজনৈতিক মহলে। ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন এক মহিলা পুলিশকে গায়ে হাত দিতে নিষেধ করতে গিয়ে এ কথা বলেছিলেন শুভেন্দু। তারপরই তাঁর বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাতে দেখা গিয়েছে তৃণমূল নেতাদের। বুধবার তীব্র আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ময়দানে নামলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ‘ডোন্ট টাচ’ বিতর্কে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে গাইলেন গান।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কুণাল বলেন, “পুলিশের আবার মহিলা-পুরুষের কী আছে! শুভেন্দু চাপে পড়ে গিয়েছে।” এ কথা বলেই কুণালের গলায় শোনা যায়, ‘ছুঁয়ো না ছুঁয়ো না মুঝে’ গানের কলি। দু কলি গেয়েই ফের তীব্র আক্রমণ শানিয়ে কুণাল বলেন, “আজ থেকে ৮-৯ বছর আগে মহিলা পুলিশ দিয়ে এক সময় ঘিরে রাখা হয়েছিল আমায়। তাতে কী হয়েছে। বলছে চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কিসের চক্রান্ত!” কুণাল আরও বলেন, “সেদিন বলেছিলেন জ্ঞানবন্ত সিং এসেছিলেন। জ্ঞানবন্ত সিং ইশারা করেছিলেন। আরে জ্ঞানবন্ত ছুটিতে। ওই দিন জ্ঞানবন্ত ওখানে ছিলেন না। শুভেন্দু ভূত দেখছে। পুরুষকে মহিলা দেখছে। মহিলাকে পুরুষ দেখছে।”

Topics

Nabanna Protest Rally BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment