Home সংবাদ এ রাজ্যে নিম্নচাপের প্রভাব কোন জায়গায় কতটা ,জানাল হাওয়া অফিস

এ রাজ্যে নিম্নচাপের প্রভাব কোন জায়গায় কতটা ,জানাল হাওয়া অফিস

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।এই রাজ্যে এবং উড়িষ্যা উপকূলে বিরাজ করছে। এই মুহূর্তে দীঘা থেকে উত্তর পূর্ব দিকে দশ কিলোমিটার দূরে রয়েছে। এর প্রভাবে ভারি বৃষ্টি হবে দুই মেদনীপুর ,ঝাড়গ্রাম ,২৪ পরগনা ,দুই বর্ধমান,

হাওড়া, পুরুলিয়া ,বাঁকুড়া ।কলকাতাতে এই নিম্নচাপের ফলে কোন ভারী বৃষ্টি হবে না কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী কাল এই নিম্নচাপ ঝাড়খন্ড ছত্রিশগড় থেকে চলে যাবে। এই নিম্নচাপের ফলে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হইবে ।কলকাতা হাওড়া ঝাড়গ্রামে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গাস্টি উইন্ড থাকবে।

সোমবার কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে হালকা বৃষ্টি হবে ।এর ফলে দীঘা মন্দারমনি এবং গঙ্গাসাগরে পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হয়েছে। এবং মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আগস্ট এ দক্ষিণবঙ্গে নরমাল বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি যেটা ছিল সেটা খুব একটা কমেনি তবে এই বৃষ্টিপাত থেকে চাষবাসে অনেকটা উপকার হবে।

Topics

Alipore Weather Office Rainfall Temperature Administration Kolkata

Related Articles

Leave a Comment