Home সংবাদসিটি টকস উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস :আলিপুর আবহাওয়া দপ্তর

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস :আলিপুর আবহাওয়া দপ্তর

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি র সম্ভবনা, আগামী ২ থেকে ৫ তারিখ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কলিংপনক, জলপাইগুড়ি এ ভারী বৃষ্টি হবে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি র সম্ভবনা, আগামী ২ থেকে ৫ তারিখ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কলিংপনক, জলপাইগুড়ি এ ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে ৩ ও ৪ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মালদা ও দিনাজ পুড়ে ভারী বৃষ্টি হবে। পাহাড়ি এলকায় ধস নামতে পারে। দক্ষিন বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। তুলনা মূলক বেশি বৃষ্টি হবে পশ্চিম এর জেলা গুলিতে । কোলকাতায় হালকা বৃষ্টি হবে আগামী কাল। তাপমাত্রা ৩ তারিখ থেকে একটু কমবে কারণ ৩ তারিখ থেকে দক্ষিণ বঙ্গে বৃষ্টি পাত সামান্য বাড়বে।

Topics

Alipore Weather Office Rainfall Temperature Administration Kolkata

Related Articles

Leave a Comment