Home সংবাদসিটি টকস ‘বিজেপি এরাজ্যে শান্তি ও স্থিতিশীলতাকে ভেঙে দিতে চাইছে’ দাবি ফিরহাদের

‘বিজেপি এরাজ্যে শান্তি ও স্থিতিশীলতাকে ভেঙে দিতে চাইছে’ দাবি ফিরহাদের

"বিজেপি এরাজ্যে শান্তি ও স্থিতিশীলতাকে ভেঙে দিতে চাইছে"। চেতলার বাড়ি থেকে বার হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন মন্ত্রী ও কলকাতা মেয়র ফিরাদ হাকিম

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: “বিজেপি এরাজ্যে শান্তি ও স্থিতিশীলতাকে ভেঙে দিতে চাইছে”। চেতলার বাড়ি থেকে বার হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন মন্ত্রী ও কলকাতা মেয়র ফিরাদ হাকিম। তিনি বলেন, “বিজেপি এরাজ্যে শান্তি ও স্থিতিশীলতাকে ভেঙে দিতে চাইছে। ওরা পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে রাত লাগাবার মতো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে এ রাজ্যের সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ, এই অভিযোগ তুলে ৩৫৬ বলবৎ করে সরকারটাকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে। ওদের মনে রাখা উচিত, এটা মহারাষ্ট্র নয়। এখানে সরকার চলে তার নীতি, আদর্শের ওপর দাঁড়িয়ে। চক্রান্ত করে ঘোড়া কেনাবেচা করে এ রাজ্যের সরকারকে ফেলা যাবে না। তাই বিজেপির দাঙ্গা লাগানোর চক্রান্তকে ব্যর্থ করার জন্যই মুখ্যমন্ত্রী প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।”

দিলীপ ঘোষের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে 2019 এর লোকসভা ভোটের সময়কার মন্তব্যগুলিকে মনে করে দেশ ব্যাপী বিজেপির উত্থানের ফলাফল স্মরণ করিয়ে এদিন ফিরহাদ হাকিম বলেন, “বিজেপি উচিত ২০২১ এর নির্বাচনের সময় তারা কি মন্তব্য করেছিল সেটা তারাও স্মরণ করুক। তারা বলেছিলিস বার ২০০ পার। অথচ তারাও এ রাজ্যের বিধানসভার ফলাফল দেখেছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেস ফের সরকার গঠন করেছে। আসলে বিজেপি মার দাঙ্গা ঘোড়া কেনা বেচার সংস্কৃতিতে বিশ্বাসী। ওরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী নয়। বিগত দিনেও মানুষ ওদের জবাব দিয়েছে।” আগামী ২০২৪ এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশজুড়ে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এক ছাতার তলায় আসবে এবং এবং বিজেপি ক্ষমতাচ্যুত হবে। কটাক্ষ রাজ্যের মন্ত্রি তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।

Related Articles

Leave a Comment