Home সংবাদবর্তমান আপডেট কালী পুজোতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

কালী পুজোতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

২০ তারিখ পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও কালীপুজোর দিন অর্থাৎ ২৪ তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:  ২০ তারিখ পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও কালীপুজোর দিন অর্থাৎ ২৪ তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, “বৃহস্পতিবার উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে উপর একটি নিম্নচাপ তৈরী হয়েছে। ২২ তারিখ এটি গভীর নিম্নচাপ এ পরিণত হবে। ২৩ তারিখ অতি গভীর নিম্নচাপ এ পরিণত হবে। প্রথমে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে পরের দিকে এটি বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হবে এবং ২৪ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় আরো বাঁক নিয়ে  উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং আমার পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আসবে। এর পরে কোন দিকে যাবে আরো পর্যালোচনা করে বলা যাবে।”

২৪ এবং ২৫ মূলত উপকূলের জেলা দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলায় হালকা বৃষ্টি হবে।এই নিম্নচাপের জন্য দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এর ফলে ২৩ তারিখ পর্যন্ত সমস্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে।

Related Articles

Leave a Comment