কলকাতা টুডে ব্যুরো: দীপাবলির আগেই উত্তরাখণ্ডে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেদারনাথ-বদ্রীনাথ ধামের দর্শনে গিয়েছেন তিনি। দীপাবলির উপহার হিসাবে বহু প্রতীক্ষিত কেদারনাথ রোপওয়ে প্রকল্পের ঘোষণা করবেন তিনি। পাশাপাশি সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সকালেই দু’দিনের সফরে উত্তরাখণ্ডে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই তিনি যান কেদারনাথ মন্দিরে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফুলের সাজে সাজানো হয়েছে কেদারনাথ মন্দির। সকালে মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী, সঙ্গে আরতিও করেন। সেখান থেকে তিনি মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থলেও যান এবং তা ঘুরে দেখেন। কেদারনাথ থেকেই এরপর বদ্রীনাথে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর তিনি বদ্রীনাথ মন্দিরে যান। সেখানে মন্দিরে পুজো দেওয়ার পর বদ্রীনাথ মাস্টারপ্ল্যানের অধীনে চলা নির্মাণকাজের অগ্রগতিও খতিয়ে দেখবেন।
এবারের প্রধানমন্ত্রীর উত্তরাখণ্ড সফরে বিশেষ নজর কেড়েছে তাঁর পোশাক। প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায় হিমাচলের স্থানীয় পোশাকে। হিমাচলের চাম্বা জেলার এক স্থানীয় মহিলা প্রধানমন্ত্রীকে নিজের হাতে তৈরি এই পোশাক উপহার দিয়েছিলেন। সেই সময়ই প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, শীঘ্রই তিনি এই পোশাক পরবেন। আজ সেই প্রতিশ্রুতি পূরণ করেই উপহার পাওয়া সেই শীতের পোশাক পরে কেদারনাথ মন্দিরে পুজো দেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্য়েই কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইটিবিপি জওয়ান। জানা গিয়েছে, মানা সীমান্তে আইটিবিপি জওয়ানদের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী।দুদিনের উত্তরাখণ্ড সফরে প্রধানমন্ত্রী মোদী আজ ৯.৭ কিলোমিটার দীর্ঘ গৌরিকুণ্ড-কেদারনাখ রোপওয়ে প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।এছাড়াও ৭ নম্বর জাতীয় সড়ক চওড়া করা, যা ঋষিকেশ, জোশীমঠ ও বদ্রীনাথের সঙ্গে দেহরাদুন, চণ্ডীগঢ় ও রুদ্রপ্রয়াগকে যুক্ত করবে, সেই সড়ক প্রকল্পেরও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।