Home সংবাদসিটি টকস ছট পুজোয় মেঘাচ্ছন্ন কলকাতা

ছট পুজোয় মেঘাচ্ছন্ন কলকাতা

ছট পুজোর দিন মেঘাচ্ছন্ন কলকাতা।  তবে আগামী পাঁচ দিন নিম্ন চাপের কোন সম্ভাবনা নেই। দুই বঙ্গেই শুষ্ক পরিস্কার আকাশ থাকবে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ছট পুজোর দিন মেঘাচ্ছন্ন কলকাতা।  তবে আগামী পাঁচ দিন নিম্ন চাপের কোন সম্ভাবনা নেই। দুই বঙ্গেই শুষ্ক পরিস্কার আকাশ থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় কুয়াশা থাকবে সকালে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না। দুই বঙ্গের কোথাও তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী পাঁচ দিনের নেই।

কলকাতার ক্ষেত্রে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি এবং রাতে তাপমাত্রা ২৩ বা ২২ ডিগ্রির কাছাকাছি থাকবে। ছট পুজোর সময় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, এখনি সেইভাবে শীত না পড়লেও পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা থেকে কিছুটা কম থাকবে অর্থাৎ হালকা শীতের আমেজ থাকবে।

Related Articles

Leave a Comment