কলকাতা টুডে ব্যুরো:এই মুহূর্তে আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গে -46% উত্তরবঙ্গে -4% বৃষ্টি কম হয়েছে। আমাদের রাজ্যের ওপর এই মুহূর্তে কোন সিস্টেম না থাকার জন্য আগামী 2-3 দিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানালো আলিপুর হাওয়া অফিস। কোনও কোনও এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 4 ও 5 ডে তে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে আগামী তিন দিন উপরে যে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তারপর তিনদিন পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে।
আগামী ২১ তারিখ কলকাতায় ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই ছোট্ট ছোট্ট স্পেলে ১০ মিনিট ১২ মিনিট করে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
Topics
Alipore Weather Office Rainfall Temperature Administration Kolkata