Home সংবাদসিটি টকস শুষ্ক আবহাওয়া, তবুও শীতের দেখা নেই

শুষ্ক আবহাওয়া, তবুও শীতের দেখা নেই

সকালের দিকে হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ। কিন্তু আপাতত জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর  জানাচ্ছে, রাজ‌্য থেকে শীত এখন বহু দূরে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সকালের দিকে হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ। কিন্তু আপাতত জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর  জানাচ্ছে, রাজ‌্য থেকে শীত এখন বহু দূরে।  আগামী পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সব জায়গাতেই। কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে খুব হালকা বৃষ্টি।এছাড়া আগামী পাঁচ দিনে কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে রাত্রের তাপমাত্রা কোন পরিবর্তন নেই।  অর্থাৎ কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে ও সকালে ৩১ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা।   মূলত ঠান্ডা আসে ১৫ ই ডিসেম্বর থেকে 15 ই জানুয়ারি পর্যন্ত,রাতের তাপমাত্রা যখন পনেরো ডিগ্রির নিচে যায় তখনই আমরা বলি শীত এসেছে।কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন রাতের তাপমাত্রা ২১ ডিগ্রি চেয়ে কম হবার সম্ভাবনা নেই এখন।

Related Articles

Leave a Comment