Home সংবাদসিটি টকস বৃহস্পতিবার থেকেই পারদ পতন শহরে

বৃহস্পতিবার থেকেই পারদ পতন শহরে

আগামী ২৪ ঘন্টার পর থেকে শহরে তাপমাত্রা নিম্নমুখি হবে। শুধু তাই নয়, শুক্রবার থেকে কলকাতার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: আগামী ২৪ ঘন্টার পর থেকে শহরে তাপমাত্রা নিম্নমুখি হবে। শুধু তাই নয়, শুক্রবার থেকে কলকাতার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে । প্রায় দুই ডিগ্রির কাছাকাছি নামবে।পশ্চিমী জেলাগুলিতে এই তাপমাত্রার ছন্দপতন ঘটবে গড়ে তিন থেকে চার ডিগ্রি ।

মঙ্গলবার এই খবর জানান, আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপাতত সিস্টেম আপডেট কিছু নেই। আগামী চার পাঁচ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ প্রধানত শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। বৃষ্টির(Rain) কোন সম্ভাবনা নেই ।

দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। রাতের তাপমাত্রাতেও কোন চেঞ্জ নেই । পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা কমবে দুই থেকে এক ডিগ্রি। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টা রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর পরবর্তী কয়েক দিনে সামান্য এক -দুই ডিগ্রি হয়তো কমবে। ১৭ ডিগ্রীর কাছাকাছি থাকবে । কয়েক দিনের জন্য পশ্চিমের জেলাগুলিতে তিন চার ডিগ্রি তাপমাত্রা কম থাকবে।

Related Articles

Leave a Comment