কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা অমিত মালব্যর। ট্যুইটে বিজেপির পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক ও বিজেপির আইটি সেলের প্রধান লেখেন,” মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্ত্রীর সহযোগীর বাড়ি থেকে ৫০ কোটির বেশি টাকা, এত এত সোনা, একাধিক সম্পত্তি, বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। সেই মন্ত্রী এখনও মমতার ক্যাবিনেটে রয়েছেন।”
তিনি আরও লেখেন,” এভাবে লুঠ করার পরেও পার্থর কিছু হবে না, কারণ তিনি মমতার আশীর্বাদধন্য। সেই কারণেই মমতা তাঁকে ক্যাবিনেট থেকে সরাতে পারছেন না। “এই ভাষাতেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ট্যুইটে মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত মালব্যর।
Partha’s continuance in Mamata Banerjee’s cabinet despite in your face evidence, Kejriwal holding on to Satyendra Jain even after Delhi HC’s scathing observations is nothing but a desperate attempt to hide their own complicity in the scams…
If they are sacked, they will spill!
— Amit Malviya (@amitmalviya) July 28, 2022
Topics
Amit Malviya BJP TMC Administration Kolkata