কলকাতা টুডে ব্যুরো:শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই মতোই এদিন ভিক্টোরিয়ায় আয়োজিত সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান শেষে সোজা মহারাজের বাড়ি পৌঁছে যান শাহ। তাঁর নৈশভোজের জন্য রীতিমতো এলাহি আয়োজন হয়েছিল সৌরভের বাড়িতে। একই টেবিলে পাশাপাশি বসেই নৈশভোজ সারলেন সৌরভ-শাহ।
এক টেবিলে বসেই নৈশভোজ সারলেন শাহ, সৌরভ, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়রাও। শোনা যাচ্ছে, পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, পাতে ছিল মিষ্টি দইও। শোনা যাচ্ছে, ধোকার ডালনা দারুণ পছন্দ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
সৌরভের বাড়িতে শাহর নৈশভোজ প্রসঙ্গে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “সৌরভকে বলো রসগোল্লা, দই কিনে দিতে। বাংলার এই জিনিসগুলো ভাল।”
Topics
Amit Shah Sourav Ganguly BJP TMC Administration Kolkata