Home বিনোদনবলিউড Amitabh Bachchan Visits Ayodhya Ram Temple: অয্যোধ্যায় মিলল ‘বিগ বি’-র দেখা

Amitabh Bachchan Visits Ayodhya Ram Temple: অয্যোধ্যায় মিলল ‘বিগ বি’-র দেখা

by Web Desk
Amitabh Bachchan Visits Ayodhya Ram Temple: অয্যোধ্যায় মিলল ‘বিগ বি’-র দেখা

অয্যোধ্যায় আরও একবার মিলল ‘বিগ বি’-র দেখা

অয্যোধ্যায় আরও একবার মিলল ‘বিগ বি’-র দেখা। রামমন্দিরে পুজো দিলেন বর্ষীয়ান এই অভিনেতা। বলাই বাহুল্য ২২ জানুয়ারি রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ। সঙ্গে ছিলেন অভিষেক বচ্চনও। সেই ‘মহোৎসবের’ প্রায় আড়াই সপ্তাহ পরে ফের অযোধ্যায় গেলেন অমিতাভ। এ বার অবশ্য একাই এসেছেন তিনি। পরিবারের কাউকে সঙ্গে আনেননি।

সূত্রের খবর শুক্রবার সকালে ক়ড়া নিরাপত্তা বেষ্টনীর ঘেরাটোপে রামমন্দিরে পৌঁছন অমিতাভ। অভিনেতার পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি। সঙ্গে কোট। কপালে কমলা সিঁদুরের টিকা, রামলালার মূ্র্তির সামনে করজোড়ে প্রণাম করতে দেখা গেল অমিতাভকে। এর আগে রামমন্দির উদ্বোধনের দিন একেবারে প্রথম সারিতে অম্বানীদের সঙ্গে বসেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বক্তৃতা শেষ করে নীচে নেমে আসেন, প্রথমেই অমিতাভের কাছে কুশল জানতে চেয়েছিলেন।

মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় সরযূ নদীর পারে জমি কিনেছেন অমিতাভ। মুম্বইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি কিনেছেন বলিউডের শাহেনশাহ। তবে হঠাৎ করেই অমিতাভকে অযোধ্যায় যেতে দেখে অবাক হয়েছেন অনেকেই। সিনেমার কোনও কাজে এসছেন কি না, তা নিয়েও একটা জল্পনা চলছিল। সূত্র বলছে, অমিতাভ অযোধ্যায় এসেছেন গয়না প্রস্তুতকারক সংস্থার নতুন বিপণির উদ্বোধন করতে।

Related Articles

Leave a Comment