কলকাতা টুডে ব্যুরো:মঙ্গলবার ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। দুপুর ১টার মধ্যে তাঁকে আসতে বলা হয়েছিল। কিন্তু তিনি আজ আসছেন না বলেই সূত্রের খবর। সিবিআই তলবে সাড়া দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। এই বিষয়ে তিনি একটি চিঠি লিখেছেন সিবিআইকে বলে খবর।
আগেই জানা গিয়েছিল,মঙ্গলবার হয়তো সিবিআই দফতরে যাবেন না অনুব্রত। তাঁর বদলে অনুব্রতর আইনজীবীরা যেতে পারেন সিবিআই দফতরে। শোনা গিয়েছিল, কেন তিনি আসতে পারছেন না সেই কারণ জানিয়ে সিবিআই দফতরে যাবেন তাঁর আইনজীবীরা। শেষ পর্যন্ত সিবিআইকে চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবীরা। অবশ্য গত বৃহস্পতিবার গরুপাচার মামলায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত। তার পর দিন ফেরেন বীরভূমের বাড়িতে।
আরও পড়ুনঃ Narendra Modi:মোদি-প্রশংসায় পঞ্চমুখ বাইডেন
গরু পাচার মামলার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা মামলাতেও নাম জড়িয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই রাজনীতিবিদের। বীরভূমের ইলামবাজারের এক বিজেপি কর্মী খুনের ঘটনায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের। এবার সেই মামলতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা।