কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডলের সম্পত্তির খতিয়ান চেয়ে আয়কর দপ্তরে চিঠি পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তিন নেতার কার নামে কত সম্পত্তি আছে, তার বিস্তারিত তথ্য দিতে হবে সিবিআইকে। এই মর্মে আয়কর দপ্তের চিঠি পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা।
এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের দুই মন্ত্রী এখন সিবিআইয়ের আতস কাঁচের তলায় এসেছেন। গরু পাচার মামলা এবং ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে একবার সিবিআই জেরা করেছে। পার্থ চট্টোপাধ্যায়–পরেশ অধিকারীও জেরার মুখে পড়েছেন। এই দুর্নীতি এবং কর্মকাণ্ডে এনারা কেউ আর্থিক লাভবান হযেছেন কিনা তা খতিয়ে দেখতেই সিবিআই চিঠি পাঠিয়েছে আয়কর দফতরকে। তাঁরা সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখে রিপোর্ট দেবেন।
আরও পড়ুনঃ মঙ্গলবার ফের সিবিআই-এর তলবে হাজিরা দিলেন না Anubrata Mandal
সিবিআই জানতে চায়, গত পাঁচ বছরে অনুব্রত, পার্থ ও পরেশের আয়ের উৎস ঠিক কী ছিল এবং গত 10 বছরের তুলনায় শেষ পাঁচ বছরে তাঁদের আয় কতগুণ বেড়েছিল ? পাশাপাশি তাঁরা ঠিকমতো আয়কর জমা দিতেন কি না, সব কিছুই খতিয়ে দেখতে আয়কর দফতরকে চিঠি পাঠিয়েছে সিবিআই ।