কলকাতা টুডে ব্যুরো: দলের ভেতরেই বাড়ছে অসন্তোষ। কিছুদিন আগেই ‘দলের বিভীষণ’দের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি দাবি করেছিলেন, যাঁরা দলে বিভীষণের মতো কাজ করছেন, তাঁদের সম্পর্কে তথ্য তিনি তুলে দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষের হাতে। আর এবার সরাসরি নাম করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতি ক্ষোভ উগরে দিলেন অনুপম। সদ্য শেষ হওয়া বিজেপির প্রশিক্ষণ শিবিরে ডাক না পাওয়ায় আগেই ক্ষোভ প্রকাশ করেছেন বোলপুরের প্রাক্তন সাংসদ। এবার তিনি দাবি করলেন, বাইরে থেকে লোক এনে বাইক র্যালি করা হলেও তাঁকে আমন্ত্রণ জানাননি সুকান্ত মজুমদার।
সম্প্রতি কলকাতায় বৈদিক ভিলেজে তিনদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল বিজেপি। রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসল, সহ পর্যবেক্ষক অমিত মালব্য উপস্থিত ছিলেন। ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ রাজ্যের বিজেপি নেতারা। কিন্তু অভিযোগ, সেই শিবিরে আমন্ত্রণ জানানো হয়নি অনুপমকে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, অনুপম দাবি করেন, তিনি সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করেন বলেই তাঁকে কোনও বৈঠকে ডাকা হয়না। তাঁর দাবি, যে কোনও বৈঠকে সুনীল বনসলকে ঘিরে থাকেন কয়েকজন।
Topics
Anupam Hazra BJP TMC Administration Kolkata