Home সংবাদসিটি টকস TMC হল ‘Thieves Manufacturing Company,’ কটাক্ষ Anupam Hazra-র

TMC হল ‘Thieves Manufacturing Company,’ কটাক্ষ Anupam Hazra-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অনুব্রতর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে না পারলেও সিবিআই-ইডির বিরুদ্ধে পথে নামল তৃণমূল। কটাক্ষ অনুপম হাজরার। ফেসবুকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক লিখেছেন, আমরা সবাই কম বেশি চুরি করব, কিন্তু কাউকে ধরা যাবে না!!! টিএমসি হল ‘থিভস ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ অর্থাত্‍ চোর তৈরির কোম্পানি। কটাক্ষ অনুপম হাজরার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে যান সিবিআই-এর অফিসাররা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রথমে পুরো বাড়ি আধাসেনা দিয়ে ঘিরে ফেলা হয়। এরপর ভিতরে ঢোকেন অফিসাররা। তাঁর বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। একই সঙ্গে অনুব্রতকে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেল চারটে বেজে দশ মিনিট নাগাদ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ B ধারায় এবং আর্থিক দুর্নীতি দমন আইনের ৭,১০,১১ এবং ১২ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

প্রথমে আটক করা হয় অনুব্রত মণ্ডলকে। এরপর এসিএল হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গ্রেফতারির পর তাঁকে নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। তাঁকে ১০ দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে আদালত।

Topics

Anupam Hazra BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment