Home সংবাদআবহাওয়া ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব ফেলবে?কি জানালো হাওয়া অফিস

ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব ফেলবে?কি জানালো হাওয়া অফিস

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মধ্য আন্দামান সাগরের উপরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিনত হয়েছে। এটি উত্তরে ও পশ্চিমে যাবে । ৮ তারিখ ঘূর্ণিঝড়ে পরিনত হবে । ১o তারিক এটি অন্ধ্র ও উরিষ্য উপকূলে আসবে । ১০ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা।

 

শনিবার থেকে দক্ষিণ বঙ্গে ঝড় বৃষ্টি কমবে। ১০ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে । বেশি বৃষ্টি হবে উপকূলের জেলা গুলোতে। তাপমাত্রা ৮ তারিখ পর্যন্ত এক থাকবে। ৯ থেকে তাপমাত্রা আবার একটু কমবে বৃষ্টির জন্য ।

বাংলায় এর প্রভাব

★সোমবার থেকে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি শুরু।

★মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সর্তকতা।

★মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। বঙ্গোপসাগরে মে মাসের ঘূর্ণিঝড় ফিরে দেখা

★2009 সালে মে মাসে হয়েছিল ঘূর্ণিঝড় আয়লা।

★2019 এ মে মাসে ঘূর্ণিঝড় ফনি।

★2020 সালের মে মাসে ঘূর্ণিঝড় আম্ফান।

★2021 সালে মে মাসে ঘূর্ণিঝড় ইয়াশ।

Related Articles