Home খেলাধুলাক্রিকেট শ্রীলঙ্কার বিপক্ষে হার ভারতের

শ্রীলঙ্কার বিপক্ষে হার ভারতের

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত হেরে গিয়েছে রোহিত শর্মার দল। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত হেরে গিয়েছে রোহিত শর্মার দল। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে ভারত ১৭৩ রান তুলতে সক্ষম হয়। জবাবে শ্রীলঙ্কা এক বল ও ৬ উইকেট হাতে রেখে সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে।

পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথ কঠিন করে ফেলল ভারত। বৃহস্পতিবার শুধু আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই হবে না। অন্য ম্যাচগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের।

মঙ্গলবারের পর চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে পাকিস্তান। পাকিস্তানের সংগ্রহ দুই পয়েন্ট। ভারত এবং আফগানিস্তানের সংগ্রহে কোনও পয়েন্ট নেই। এই অবস্থা থেকেও ফাইনালে উঠতে পারে ভারত। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে তাদের শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে হারতে হবে আফগানিস্তানের কাছেও।

Topics

Asia Cup UAE India Sri Lanka Cricket Sports Kolkata

 

Related Articles

Leave a Comment