কলকাতা টুডে ব্যুরো:মুড়িতে জএসটি। আর এই নিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটি-র আওতায় মুড়িকে কেন ফেলতে হল তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী দুধ ও দুগ্ধজাত পণ্যেও জিএসটি বসানোর বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুড়ি দেখিয়ে তিনি সমগ্র সভাস্থলে উপস্থিত সকলের কাছে জানতে চান এই সাধারণ একটি খাবার, যা গরিব এবং গ্রামবাংলার মানুষের একটা নিত্য প্রয়োজনীয় খাদ্য তাতে কেন জিএসটি। এমনকি এই প্রসঙ্গে তিনি সামনে নিয়ে আসেন যে দুধেও জিএসটি-র বিতর্ক। দুধ ও দুগ্ধজাত পণ্যে-ও কেন জিএসটি তাতেও প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদেহের শেষকৃত্যের জন্য কেনা খাটেও জিএসটি বসানোকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন কেন মৃতদেহের খাটেও জিএসটি? এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্য়া দই-এ জিএসটি বসানোতে কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি। সেই সঙ্গে ডাক দেন ‘আমাদের মুড়ি ফেরত দাও, নাহলে বিজেপি বিদায় নাও’।
মমতা বলেন,”বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না। গরিব মানুষ গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছেন না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন আমার হকের টাকা বন্ধ করে দিলেন? ভোটে হেরেছেন বলে ভাতে মারার চেষ্টা করবেন? ১০০ দিনের কাজের টাকা যদি না দেয় বিজেপি সরকার, দিল্লি গিয়ে আপনাকে ঘেরাও করব।”
বিজেপিকে বলুন, আমাদের গরিবের প্রধানমন্ত্রী চাই, বিত্তবানদের প্রধানমন্ত্রী চাই না। ২০২৪ সালে মানুষে একুশ মানেই ২০২৪ সালে বিজেপিকে ঠেকানোর আশা। ২০২৪ সালের বিজেপির কারাগার ভেঙে ফেলুন। এদিন শহীদ দিবসের মঞ্চ থেকে এই ভাষাতেই বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Topics
Mamata Banerjee Rally BJP Administration Kolkata