নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আগে রাজ্যে শাসক দলের ফের অস্বস্তি বাড়ল। অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে গ্রেফতার করল ইডি। দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সদর দফতরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর, ২০০ কোটি টাকারও বেশি বেআইনি আর্থিক লেনদেন মামলায় প্রতারণার অভিযোগ আনা হয়েছে প্রাক্তন রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে।
কেডি সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, অ্যালকেমিস্টের জন্য বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল। সেই টাকা হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে প্রাথমিক তথ্যপ্রমাণ হাতে আসার পরেই গ্রেফতার করা হয়েছে কেডি সিংকে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন ব্যবসায়ী কেডি সিং। ২০১৯ সাল পর্যন্ত সাংসদ ছিলেন তিনি। তবে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে নারদাকাণ্ড সামনে আসার পর তৃণমূল দলের সঙ্গে আর কোনও সম্পর্ক ছিল না কেডি সিংয়ের। অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় অর্থ তছরুপের অভিযোগে দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছিল ইডি। সেই সূত্রেই দিল্লির ইডি অফিসে তদন্তের জন্য তাঁকে ডাকা হয়েছিল। সেখানেই বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, তদন্তে সহযোগিতা করছিলেন না কেডি সিংহ। জানা যাচ্ছে, প্রাক্তন সাংসদের বাড়ি থেকে নগদ ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়। সঙ্গে আরও ১০ হাজার ডলার।
এদিকে, কেডি সিংয়ের গ্রেফতারিতে তৃণমূল হাত ধুয়ে ফেলেছে। দলের সাংসদ সৌগত রায় বললেন, ‘পিএমএলএ (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট) আইনে গ্রেফতার হয়েছে। নিশ্চয়ই কোনও দোষ করেছে। তাই গ্রেফতার করেছে। তবে দীর্ঘদিন কেডি সিংয়ের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’