Home সংবাদসিটি টকস আন্তর্জাতিক কলকাতা বইমেলা পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি করা হল

আন্তর্জাতিক কলকাতা বইমেলা পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি করা হল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: আন্তর্জাতিক কলকাতা বইমেলা পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি করা হল। সোমবারই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে গিল্ড। সূত্রের খবর, ৩১ জানুয়ারি থেকে মেলা শুরু হলে বিধাননগরের ভোট সংক্রান্ত যে নির্বাচনী বিধি তার একটা সংঘাত হচ্ছে।

আরও পড়ুনঃ তিন দিনের জন্য গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বইমেলা নিয়ে বৈঠক করেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সদস্যরা। বৈঠকের পর স্থির হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বইমেলা। তবে কতদিন এই বইমেলা চলবে, তা কাল গিল্ডের বৈঠকেই স্থির হবে। সেন্ট্রাল পার্ক ময়দানে হবে এই কলকাতা বইমেলা। সম্প্রতি রাজ্যের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে মেলা করার ক্ষেত্রে কোনও বাধা নেই।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারির দু’সপ্তাহের মধ্যেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে, নির্দেশ দিল শীর্ষ আদালত

এর আগে গত নভেম্বরে গিল্ডের তরফে ঘোষণা করা হয়েছিল ৩১ জানুয়ারি থেকে বইমেলা শুরু হবে। এবার বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বইমেলার উদ্বোধন এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই হবে। গত বছর করোনার কারণে বইমেলা হয়নি। ফলে এবারের বইমেলা নিয়ে লেখক, প্রকাশকদের মধ্যে যেমন আলাদা উৎসাহ রয়েছে তেমনই বইপ্রেমীদের মধ্যেও আগ্রহ তুঙ্গে।

Topics

Book Fair  Celebration  Writers  Publishers Administration  Kolkata

Related Articles

Leave a Comment