কলকাতা টুডে ব্যুরো:২০২২-এর উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরের বিধানসভা ভোটের ফলাফলই ২০২৪-এর ইঙ্গিত। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । একদিন যেতে না যেতেই নাম না করে প্রধানমন্ত্রীকে উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্পষ্ট হুঁশিয়ারি, স্বপ্ন দেখছে বিজেপি। ২০২৪-এ তাঁদের স্বপ্ন পূরণ হবে না।
শুক্রবার বিধানসভায় প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “ইলেকশন মেশিনারি, কেন্দ্রীয় সংস্থা এবং একনায়কতন্ত্রের জোরে কয়েকটা রাজ্য় জিতে লাফাচ্ছে। আমরা বলি ডুগডুগি বাজালেও হবে না। আগামী ২ বছর বাদে আমি জানি, আমি বেঁচে থাকব কী না? বিজেপি হামবড়াই ভাব দেখাচ্ছে। এখানে গো হারান হেরে লজ্জা নেই। বাজের পর্যন্ত পড়তে দিচ্ছে না।” শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। তুমুল হট্টগোল করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান তাঁরা। বিধানসভার লবিতে বলে স্লোগান দিতে থাকেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা । গেরুয়া শিবিরের এই প্রতিবাদকে ‘ফ্লপ শো’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । তিনি বলেন, “কোনও কিছু করার ক্ষমতা নেই, চিৎকার করে বেরাচ্ছে। হাওয়ায় ঘুরে বেরাচ্ছে। ফ্লপ শো। নিজের ওয়ার্ডে জেতার ক্ষমতা নেই। ফ্লপ শো করে বেরাচ্ছে।”
Topics
PM Modi Mamata Banerjee BJP TMC Administration Kolkata