Home সংবাদসিটি টকস ‘আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই,’ টুইট মমতার

‘আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই,’ টুইট মমতার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:১০৮টি পুরসভার মধ্যে ১০৩টি পুরসভায় জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করলেন।বিপুল এই জয়ের পরেই টুইট করেন নেত্রী। দুটি টুইট করেছেন তিনি। আর সেখানেই মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

নিজের ট্যুইটে মুখ্য়মন্ত্রী লেখেন, ”মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা। আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন। এই জয়ের পর আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা বাড়বে এই আশা করি। আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি।”

পুরসভার নির্বাচনেও রাজ্যজুড়ে সবুজ ঝড়। তৃণমূলের দাপটে কার্যত ধূলিস্যাৎ বিরোধীরা। জেলায়-জেলায় জয়জয়কার জোড়াফুলের প্রার্থীদের। রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে ১০২ পুরসভা তৃণমূলের দখলে। বামেদের দখলে রইল তাহেরপুর। দার্জিলিং পুরসভা দখলে নিয়েছে নতুন দল হামরো পার্টি।

Topics

Mamata Banerjee  BJP TMC Administration Kolkata

Related Articles