Home সর্বশেষ সংবাদ উদ্বোধন হয়েছে এস্প্লানেড-হাওড়া মেট্রো কিন্তু কবে থেকে শুরু হচ্ছে যাত্রী পরিষেবা?

উদ্বোধন হয়েছে এস্প্লানেড-হাওড়া মেট্রো কিন্তু কবে থেকে শুরু হচ্ছে যাত্রী পরিষেবা?

by Web Desk

গত ৬মার্চ বুধবার কলকাতায় ভারতের প্রথম নদীর তলদেশে মেট্রো টানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রো টানেলটি কলকাতার হুগলি নদীর তলদেশে তৈরি করা হয়েছে যা হাওড়া ময়দানকে এসপ্ল্যানেডের সাথে যুক্ত করবে৷ প্রধানমন্ত্রী মোদী কলকাতায় কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং তারাতলা থেকে মাঝেরহাট মেট্রো সেকশনেরও উদ্বোধন করেছেন।

কলকাতা মেট্রোর হাওড়া ময়দান-এসপ্ল্যানেড সেকশনটিকে “ভারতের নদীর তলদেশ দিয়ে যাওয়া প্রথম পরিবহন টানেল” বলে মনে করা হচ্ছে।

হাওড়া মেট্রো স্টেশনটি ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশনও। মেট্রো যেই মুহূর্তে গঙ্গার বক্ষে প্রবেশ করবে সেটি বোঝানোর জন্য নীল আলোর ব্যবস্থা করা হয়েছে। তখনই বুঝতে পারবেন আপনি গঙ্গার নিচে রয়েছেন এবং সেই সাথে হালকা মিউজিকও বাজবে কেউ এসপ্ল্যানেড থেকে যদি হাওড়া ময়দান যেতে চান তাহলে মাঝে স্টপেজ পড়বে হাওড়া মেট্রো, তারপর হওড়া ময়দান। আবার হাওড়া ময়দান থেকে যদি মেট্রো ধরেন তাহলে সরাসরি চলে আসবেন এসপ্ল্যানেড। পরবর্তীকালে যাত্রা পথ যদি হয়ে থাকে দক্ষিণেশ্বর কিংবা শহিদ ক্ষুদিরাম তাহলে আপনাকে শুধু মেট্রো বদল করতে হবে কিন্তু গোটা বিষয়টি হয়ে যাবে একবার টিকিট কাটলেই। শুধু আপনাকে ঠিক করতে হবে কোথা থেকে কোথায় যাবেন। তারপর সেই মেট্রো স্টেশনে একবার টিকিট কাটলেই আর পৌঁছে যাবেন নিজের গন্তব্যে।
গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচলের জন্য যে দুটি সুড়ঙ্গ তৈরী হয় তা ৫২০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয় ২০২১ সালে। গঙ্গার গভীরতা ১৩ মিটার হলেও তারও ৩০ মিটার নিচে রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ।গঙ্গার নিচে থাকা সুড়ঙ্গের বাইরের পরিধি ৬.১০ মিটার এবং ভিতরের পরিধি ৫.৫৫ মিটার। পূর্ব-পশ্চিম মেট্রোর যমজ টানেল, গঙ্গার জলস্তর থেকে ৩৩ মিটার নীচে। দীর্ঘ কয়েক বছর ধরেই বাঙালি হাওড়া মেট্রো উদ্বোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু মেট্রো উদ্বোধন হলেও এখনো যাত্রী পরিষেবা শুরু করা হয়নি মেট্রোর কর্মকর্তাদের মতে যাত্রী পরিষেবা চালু করার জন্য এখনো কিছুদিন সময় লাগবে মেট্রোর কিছু কাজ এখনো বাকি আছে। তাই মেট্রো উদ্বোধন হলেও গঙ্গার তলদেশ দিয়ে মেট্রোতে যাত্রা করার যে অনুভূতি তা এখনো পায়নি সাধারণ মানুষ আর তাই মেট্রো তে যাত্রা করার একটা চাপা উত্তেজনা থেকেই যাচ্ছিলো তবে আজ ঘোষণা করা হয়েছে আগামী ১৫মার্চ শুক্রবার থেকে গঙ্গার তলদেশ দিয়ে মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হবে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

Related Articles

Leave a Comment