Home রাজনৈতিক এবার কলকাতাগামী রথের সূচনা করতে আসছেন অমিত শাহ

এবার কলকাতাগামী রথের সূচনা করতে আসছেন অমিত শাহ

by Kolkata Today

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি: কোচবিহারের পর কলকাতা। এবার তিলোত্তমায় রথযাত্রার সূচনা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ ফ্রেরুয়ারি কাকদ্বীপে এই রথযাত্রার সূচনা করবেন তিনি। সেখানে জনসভা করারও কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

তার ঠিক চার দিন পর অর্থাৎ ২২ ফ্রেরুয়ারি আবার হুগলির চুঁচুড়ায় জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভোটের মুখে ফের রথে চেপেছেন গেরুয়া শিবিরের নেতারা।

বাংলায় এবার ৫টি রথযাত্রার করার কথা ঘোষণা করেছে বিজেপি। ৬ ফ্রেরুয়ারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রাটির সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একদিনের ঝটিকায় সফরে বৃহস্পতিবার কোচবিহারে ‘রথযাত্রা’র সূচনা করে গিয়েছেন অমিত শাহও।

কলকাতায় কবে ও কোনপথে হবে রথযাত্রা? তা চূড়ান্ত করে ফেলেছেন জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। ঠিক হয়েছে, সাগরের কপিলমুনির আশ্রম থেকে ডায়মন্ডহারবার-শিরাকোল হয়ে রথ ঢুকবে শহরে। তবে সাগর থেকে শুরু হলেও ১৮ ফ্রেরুয়ারি কাকদ্বীপেই আনুষ্ঠানিকভাবে এই রথযাত্রার সূচনা করবেন শাহ। পাশাপাশি সেখানে তিনি একটি জনসভাও করতে পারেন বলে বিজেপি সূত্রে খবর।

Related Articles

Leave a Comment