Home সংবাদসিটি টকস করোনায় আক্রান্ত সাংসদ- অভিনেতা দেব ও সঙ্গিনী রুক্মিণী

করোনায় আক্রান্ত সাংসদ- অভিনেতা দেব ও সঙ্গিনী রুক্মিণী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: টলিপাড়ায় মারণ ভাইরাসের থাবা চওড়া হওয়ায় এদিন সকালে RT-PCR টেস্ট করান অভিনেতা-সাংসদ দেব।  সন্ধেবেলা রিপোর্ট পজিটিভ এসেছে বলে টুইটে জানান অভিনেতা। যদিও তাঁর কোনও উপসর্গ নেই।

 

সাংসদ-অভিনেতা দেব জানান, “শেষমেষ কোভি়ড পরীক্ষার ফল হাতে পেলাম। হ্যাঁ, আমিও করোনায় আক্রান্ত। কিন্তু কোনওরকম উপসর্গ নেই। বাড়িতেই নিভৃতাবাসে রয়েছি।”

আরও পড়ুনঃ করোনা আবহে পুলিশের বিশেষ উদ্যোগ,মাস্ক ছাড়াদের ধরপাকড়

অন্যদিকে কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর রুক্মিণী মৈত্র জানিয়েছেন, “আপনাদের সকলকে জানাচ্ছি আমি কোভিডে আক্রান্ত। হোম আইসোলেশনে রয়েছি। আমাদের পারিবারিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি। এটা কঠিন পরীক্ষার সময়। তাই মনকে শক্ত রাখা প্রয়োজন। মাস্ক পরুন সকলে। আশা করি, খুব শিগগিরিই সুস্থ হয়ে উঠব।”

Related Articles

Leave a Comment