কলকাতা টুডে ব্যুরো: করোনা আক্রান্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সুকান্ত মজুমদারের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা র্যাট করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসার পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
আরও পড়ুনঃ ’কোভিড পরিস্থীতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত,’-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
নতুন বছরের গোড়া থেকেই রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ। হু হু করে বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। পজিটিভিটি রেট ৩৩ শতাংশের বেশি। করোনার কবলে পড়েছেন একাধিক বিজেপি নেতা। অভিনেতা রুদ্রনীল ঘোষও মারণ ভাইরাসে আক্রান্ত। তবে এসবের মধ্যেই দলীয় কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন সুকান্ত। কিন্তু রেহাই মিলল না। এদিন সন্ধে ৭টা নাগাদ ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। জ্বর, সর্দি-কাশি থাকায় প্রথমেই ব়্যাপিড টেস্ট হয় তাঁর।
সূত্রের খবর শনিবার থেকেই তাঁর মধ্যে করোনার উপসর্গ ছিল। তবে রবিবার হাসপাতালে অক্সিজেন স্য়াচুরেশন লেভেল ঠিক থাকলেও শেষপর্যন্ত তাঁর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। তাতেই পজিটিভ হন সুকান্তবাবু। আপাতত তাঁকে রাখা হয়েছে আইসোলেশন কেবিনে। তাঁর সোয়াব নমুনা পাঠানো হয়েছে RT-PCR টেস্টের জন্য।
Topics
Sukanta Majumdar BJP TMC Administration Kolkata