Home সংবাদবর্তমান আপডেট কোভিডবিধি মেনে চলতেই হবে, দেশজুড়ে টিকাকরণের সূচনা করে বললেন প্রধানমন্ত্রী

কোভিডবিধি মেনে চলতেই হবে, দেশজুড়ে টিকাকরণের সূচনা করে বললেন প্রধানমন্ত্রী

by Kolkata Today

নয়াদিল্লি,১৬ জানুয়ারি: বিশ্বের সবথেকে বড় ‘ভ্যাক্সিন ড্রাইভ’ শুরু। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের মধ্যে দিয়ে শুরু বিশ্বের সবথেকে বড় করোনা টিকাকরণ। করোনা টিকাকরণ অভিযানের সূচনা করে প্রধানমন্ত্রী বললেন, ‘খুব অল্প সময়ের মধ্যে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন নিয়ে এসেছে ভারত। আর এর জন্যে ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসা করা প্রয়োজন। বিজ্ঞানীদের দিন-রাতের পরিশ্রমের ফসল এই ভ্যাকসিন।’

আরও কি বলছেন মোদী? ‘ভ্যাকসিন দেওয়ার দুসপ্তাহ পরেই শরীরে শুরু হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই টিকাকরনের পর সতর্ক থাকতে হবে। দুটি ডোজের মধ্যে একমাসের ব্যবধান রাখতে হবে। গবেষকরা পরীক্ষা করে এমনটাই জানিয়েছেন।’ ভাষণে বললেন প্রধানমন্ত্রী। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ কবে হবে, তা জানিয়ে দেওয়া হবে ফোনে, জানালেন প্রধানমন্ত্রী। ‘আমাদের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। টিকা নিয়ে কোনও গুজব ছড়ানো উচিত নয়। এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। টিকা নিলেও করোনার সতর্কতা মানতে হবে। মাথায় রাখতে হবে সোশ্যাল ডিস্ট্যান্স।

ভারত, চিন এবং আমেরিকার মতো এত জনসংখ্যার দেশ আর কোথাও নেই। দুনিয়ার বিশ্বাস তৈরি হয়েছে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিনের উপর। বিশ্বের অন্যান্য ভ্যাকসিনের থেকে অনেক সস্তায় পাওয়া যাবে ভারতের ভ্যাকসিন। ব্যবহার করার ক্ষেত্রেও সহজ। এই ভ্যাকসিন ভারতকে লড়াইয়ে জেতাবে। প্রথম ধাপে ৩ কোটি ও দ্বিতীয় ধাপে ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।

‘টিকা দেওয়ার খরচ বহন করবে কেন্দ্র। যাঁর সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, তিনি আগে পাবেন টিকা। আজ থেকে ঠিক একমাস আগে ভারত সবার আগে অ্যাডভাইসারি জারি করেছিল। আজ শনিবার ৩ কোটি স্বাস্থ্যকর্মীকে দেওয়া হচ্ছে করোনার টিকা। স্বাস্থ্যকর্মীদের আগে টিকা দিয়ে ঋণ শোধ করছে দেশ।’ জাতির উদ্দেশে বার্তায় বললেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Comment