Home সংবাদবর্তমান ঘটনা গ্রামবাসীদের বিক্ষোভের জেরে আনিসের দেহ না তুলেই ফিরতে হল আধিকারিকদের

গ্রামবাসীদের বিক্ষোভের জেরে আনিসের দেহ না তুলেই ফিরতে হল আধিকারিকদের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:আনিসকান্ডে শনিবার দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশ যায় সমাধিক্ষেত্রে। কিন্তু তখনই গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়। শুক্রবার আনিসের দেহ ময়নাতদন্তের জন্য তাঁর বাড়িতে অনুমতি চাইতে যায় পুলিশ। তখন ছাত্রনেতার বাবা জানান, সোমবার সকালে আসতে। তাঁরা সহযোগীতা করবেন। কিন্তু এসডিপিও আমতা রাতেই পৌঁছন আনিসের বাড়িতে। অনেক চেষ্টা করা হলেও স্থানীয় বাসিন্দারা দেহ তুলতে দেয়নি বলে জানাচ্ছে পুলিশ।

আনিস খানের মৃত্যুর তদন্ত আরও সুদৃঢ় করতে ইতিমধ্যেই গঠন করা হয়েছে সিট। সেই কারণে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চেয়ে ছাত্রনেতার বাড়ি এসে উপস্থিত হন সিটের সদস্যরা, এসডিপিও ও বিশাল সংখ্যক পুলিশবাহিনী। এলাকাবাসীদের দাবি, আনিস খানের পরিবার যেহেতু সময় চেয়েছে, সেই সময়ের আগেই কেন লুকিয়ে-চুরিয়ে দেহ পুলিশ রাতের অন্ধকারে নিয়ে যাবে এবং ময়নাতদন্ত করবে সেই জন্যই বাধা দেওয়া হয় পুলিশকে।

আনিস খানের পরিবারের সদস্যরাই বলেন, আনিসের বাবা সোম়বার দেহ তোলার জন্য বলেছেন। তাহলে কেন শনিবার ভোরে পুলিশ এল? কার নির্দেশ এই কাজ করা হচ্ছে, প্রশ্ন তোলেন আমতার সারদা দক্ষিণ পাড়ার গ্রামবাসীরা। ধুন্ধুমার পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত সরকারি আধিকারিকরা ফিরে যেতে বাধ্য হন।

Topics

Anish Khan SIT  Protest Administration Kolkata

Related Articles