Home সংবাদবর্তমান আপডেট ছোটদের ক্লাস খোলার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার ,জানালেন মুখ্যমন্ত্রী

ছোটদের ক্লাস খোলার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার ,জানালেন মুখ্যমন্ত্রী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এবার পালা প্রাথমিক স্কুলের ।আগামী দিনে ৫০% উপস্থিতির হার নিয়ে প্রাথমিক ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ।নেতাজি ইন্ডোর একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথার ঘোষণা করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।তিনি বলেন,“স্কুলগুলি চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় পাড়ায় শিক্ষালয় তৈরি করে ক্লাস নেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় ক্লাস চলছে। আর একেবারে ছোটদেরটা আর কয়েকটা দিন অপেক্ষা করে। যদি কোভিডটা একেবারেই সমস্যার কারণ না হয় খোলা হবে। কারণ আবার কী একটা আসবে বলছে। সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা যদি না হয় তা হলে অন্তত ছোট ক্লাস যেগুলো।”

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রী আরও বলেন”৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করানো যায় কি না স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে। অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে স্কুল করলে সোমবার যারা আসবে, মঙ্গলবার তারা আসবে না। আবার মঙ্গলবার যারা আসবে বুধবার তারা আসবে না। এভাবে হলে প্রাথমিকের ক্লাসগুলো অন্তত চলতে পারে।”

Topics

Mamata Banerjee CM Schools Administration Kolkata

 

Related Articles