Home সংবাদবর্তমান আপডেট ট্যাবলো বাদ বিতর্ক, মমতাকে চিঠি রাজনাথের

ট্যাবলো বাদ বিতর্ক, মমতাকে চিঠি রাজনাথের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নয়াদিল্লির রাজপথের প্যারেড থেকে বাংলা এবং তামিলনাড়ুর ট্যাবলো বাদ পড়েছে। এই নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অবশেষে মাঠে নামলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলা এবং তামিলনাড়ুর ট্যাবলো বাদ পড়া নিয়ে চিঠি লিখে জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ ‘আমি শোকস্তব্ধ প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মৃত্যুতে,’ শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার রাজনাথ সিং তাঁর চিঠিতে লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা শ্রদ্ধা করি। সেই সম্মান স্মারক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ জানুয়ারি পরাক্রম দিবস ঘোষণা করেছেন। এবার থেকে গণতন্ত্র দিবসের উদযাপনের শুরুই হবে ২৩ জানুয়ারি থেকে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। বর্তমান সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু ও পশ্চিমবঙ্গের প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীর প্রতি কৃতজ্ঞ।”

আরও পড়ুনঃ নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুখ্যমন্ত্রীকে লেখা রাজনাথ সিংয়ের চিঠিতে লিখেছেন, “আমি আপনাকে এ ব্যাপারে নিশ্চিত করতে চাই গণতন্ত্র দিবসের প্যারেডে যে সব ট্যাবলো অংশ নেয় তা বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত পারদর্শিতা কাজ করে। বিভিন্ন ক্ষেত্রের বিদ্বজ্জনেদের সমিতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পাঠানো প্রস্তাব খুব ভালভাবে দেখে তারপরই নিজেদের সিদ্ধান্ত জানায়। এই চয়ন প্রক্রিয়ার মাধ্যমেই ২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২১ সালে পশ্চিমবঙ্গ গণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছিল।”

Topics

Rajnath Singh Mamata Banerjee  BJP TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment