Home রাজনৈতিক তিন দফা দাবি নিয়ে দিল্লিতে কমিশনের অফিসে দরবার দিলীপ-লকেটদের

তিন দফা দাবি নিয়ে দিল্লিতে কমিশনের অফিসে দরবার দিলীপ-লকেটদের

by Kolkata Today

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

তার আগে শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে তিন দফা দাবি পেশ করলেন রাজ্য বিজেপির প্রতিনিধিদল। কী সেই দাবি? প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থেকে একাধিক দফায় ভোট, একাধিক দাবি নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে দরবার করে এলেন দিলীপ-লকেটরা।

তিন দফায় দাবি পেশ বিজেপির। প্রথমত, অভিযোগ আছে এমন কারও নাম থাকবে না ভোট প্রক্রিয়ায়। দ্বিতীয়ত, আদর্শ আচরণবিধি চালু হলেই কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে রাজ্যের প্রতিটি বুথে। আদর্শ আচরণবিধি চালুর পরেই রাজ্যে আসুক বাহিনী। তৃতীয়ত, যত বেশি দফায় সম্ভব ভোট করাতে হবে রাজ্যে, যাতে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়।

কমিশনে গিয়ে এই তিন দফা দাবি জানিয়ে এল বিজেপির প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায়। বিজেপি চাইছে, প্রয়োজনে রাজ্যে ১০ দফায় ভোট হোক। যা নিয়ে কটাক্ষ তৃণমূলের। শাসক দলের তরফে মন্ত্রী ব্রাত্য বসু বললেন, ‘তাহলে তো যোগীর উত্তরপ্রদেশে ৩০ দফায় ভোট হওয়ার কথা।’

Related Articles

Leave a Comment