Home রাজনৈতিক তৃণমূলকে তোপ দেগে নামখানার সভায় ঢালাও প্রতিশ্রুতি অমিত শাহের

তৃণমূলকে তোপ দেগে নামখানার সভায় ঢালাও প্রতিশ্রুতি অমিত শাহের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ভোটের মুখে ফের বঙ্গ সফরে এসে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ চষে বেড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারমধ্যে রোড-শো, জনসভা কিছুই বাদ যায়নি। কখনও বলেছেন রাজ্যে কার্যকর হবে কৃষক সম্মান নিধি, কখনও আবার আয়ুষ্মান ভারত কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতারা। এমনকী, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষাধিক কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিয়েছিল গেরুয়া শিবির। বৃহস্পতিবার নামখানার সভা থেকে অবশ্য ঢালাও প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সেনাপতি। নামখানা থেকে পরিবর্তন যাত্রা সূচনার আগে আরও এক বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন সভামঞ্চ থেকে অমিত শাহ ঘোষণা করেন, ‘বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হবে।’ শুধু তাই নয়, বিজেপি সরকার ক্ষমতায় এলে এই রাজ্যের সরকারি চাকরিতে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে বলেও ঘোষণা করলেন শাহ। পাশাপাশি এদিন শাহের সভায় মহিলাদের উপস্থিতি নজরে পড়ার মতো ছিল। তাঁদের সামনে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অমিত শাহ যতবার বাংলায় এসেছেন, ততবার এই রাজ্যের মহিলাদের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। এবার সেই ‘সাইলেন্ট ভোটার’ মহিলাদের ভোট গেরুয়া শিবিরের ঝুলিতে টানতে বড় টোপ দিলেন অমিত শাহ। এছাড়াও গঙ্গাসাগরে পর্যটন শিল্পের বিকাশের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শুধুমাত্র সরকারি কর্মচারী নয়, রাজ্যের মৎস্যজীবীদের জন্য বড় ঘোষণা করেন শাহ। তিনি জানান, ‘বিজেপি রাজ্যে সরকার গড়লে কৃষক সম্মাননিধির মতো মৎস্য সম্মাননিধি কার্যকর করা হবে।’ এদিনের সভামঞ্চ থেকে তোলাবাজি, সিন্ডিকেটরাজ-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দাগেন অমিত শাহ।

Related Articles

Leave a Comment