কলকাতা, ২০ জানুয়ারি: সামনেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ঘর গোছাচ্ছে শাসক দল। বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিএবি-র প্রাক্তন যুগ্মসচিব বিশ্বরূপ দে। একুশের বিধানসভা নির্বাচনে যখন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে, ঠিক সেই আবহে বিশ্বরূপ দে’র তৃণমূলে যোগদান নিঃসন্দেহে চমক।
ময়দানে পরিচিত মুখ বিশ্বরূপ দে। তৃণমূলে যোগ দিয়ে প্রাক্তন সিএবি কর্তা বললেন, ‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিট দেখেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। আমি টিম স্পিরিটে বিশ্বাসী। সব আক্রমণ উড়িয়ে এসেছি। আমরাই শেষ পর্যন্ত থাকব। আমার সঙ্গে আরও ১২৫ জন আজ তৃণমূলে যোগ দিলেন। সবাই সাধারণ মানুষ।’
রাজ্যে বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য-রাজনীতি। একদিকে ‘উন্নয়ন’-কে হাতিয়ার করে এবারও ক্ষমতা টিকে থাকার চেষ্টায় তৃণমূল। অন্যদিকে, শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে ভোট ময়দানে বিজেপি।
একুশের ভোটে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই দিল্লি বসে ঘুটি সাজাচ্ছেন মোদী-শাহরা। নিয়ম করে রাজ্যে আসছেন দলের কেন্দ্রীয় নেতারা। জেলায় জেলায় কর্মীসভা করে সংগঠনকে মজবুত করছেন তাঁরা। কর্মীদের উজ্জীবিত করছেন। চাপে না পড়ে নিজেদের শক্তি অটুট রাখার চেষ্টা করছে রাজ্যের শাসক দল।